IQNA

জার্মানের দারুল কুরআন হতে প্রকাশিত;

ভিডিও | মিশরের প্রসিদ্ধ ক্বারির সুললিত কণ্ঠে কুরআন তিলাওয়াত

20:13 - December 09, 2020
সংবাদ: 2611936
তেহরান (ইকনা): সম্প্রতি জার্মানের “ফরাজী” নামক দারুল কুরআন সামাজিক মিডিয়ায় মিশরের বিশিষ্ট ক্বারি আব্দুল ফাত্তাহ তারুতির কুরআন তিলাওয়াতের ভিডিও প্রকাশ করেছে।

বিশ্বখ্যাত এই ক্বারি সূরা ফুরকানের ৬১ নম্বর আয়াত তিলাওয়াত করেছেন:

«تَبَارَكَ الَّذِي جَعَلَ فِي السَّمَاءِ بُرُوجًا وَجَعَلَ فِيهَا سِرَاجًا وَقَمَرًا مُنِيرًا:

অর্থ: কত প্রাচুর্যময় তিনি যিনি নভোমণ্ডলে রাশিচক্র সৃষ্টি করেছেন এবং তাতে প্রদীপ (সূর্য) ও দীপ্তিমান চন্দ্র স্থাপন করেছেন!

আব্দুল ফাত্তাহ তারুতি মিশরের পূর্বাঞ্চলীয় জাকাজিক প্রদেশের তারুতি গ্রামে ১৯৬৫ সালে জন্মগ্রহণ করেছেন। তিনি ১১ বছরে বয়সে মিশরের প্রসিদ্ধ ক্বারি শাইখ সায়িদ আব্দুস সামাদ, মোহাম্মাদ আল-লাইছি, শাইখ শাহাত আনওয়ার এবং শাইখ মোহাম্মাদ হালিলের সাথে কুরআন তিলাওয়াত করেছেন।

হামবুর্গের ইমাম আলী (আ।) ইসলামিক সেন্টারের আওতাধীন “ফরাজী” দারুল কুরআন। এই দারুল কুরআন কর্তৃক নিয়ন্ত্রিত সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই ইরান ও মিশরের বিশিষ্ট ক্বারিদের কুরআন তিলাওয়াতের ভিডিও আপলোড করা হয়। iqna

captcha